ফ্রিজ কিনে লাখোপতি সাদিয়া

১০ আগষ্ট, ২০১৯ ১৭:১২  
ওয়ালটন ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করে ১০ লাখ টাকা জিতেছেন হবিগঞ্জের গৃহবধূ আসমা বেগম সাদিয়া। সম্প্রতি বাসার প্রয়োজনে হবিগঞ্জ শহরের টি আর ইলেকট্রো মার্ট থেকে ফ্রিজটি কেনন তিনি। একসঙ্গে এত টাকা পেয়ে খুশিতে আত্মহারা সাদিয়া জানিয়েছেন, ঈদের আগেই তার পরিবারে এখন আনন্দের বন্যা শুরু হয়েছে। প্রাপ্ত টাকার কিছু টাকা দিয়ে তিনি জমি কিনবেন আর বাকি টাকা ছেলেমেয়েদের লেখাপড়া জন্য জমা করে রাখবেন। বিজয়ী গৃহবধূ আসমা বেগম সাদিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মো. সারাজ মিয়ার স্ত্রী। সারাজ মিয়া নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। খাজা গার্ডেন সিটির ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক ‘টি আর ইলেকট্রো মার্টে’ শুক্রবার (৯ আগস্ট) রাতে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টি আর ইলেকট্রো মার্টের চেয়ারম্যান রোটারিয়ান মোদারিছ আলী টেনু, ওয়ালটন সিলেট জোনের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান, ডিজিটাল ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন ইভান, সার্ভিসিং সিস্টেম ম্যানেজার সোহেল রানা, টি আর ইলেকট্রো মার্টের ম্যানেজিং ডাইরেক্টর কাওসার আহমেদ সানী, সিইও চিন্ময় আংশু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১ আগস্ট টি আর ইলেকট্রো মার্টস থেকে একটি ফ্রিজ কেনেন সাদিয়া। ফ্রিজটি কেনার পর তার মোবাইল নাম্বার দিয়ে তা রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইল ফোনে ওয়ালটনের কাছ থেকে মেসেজ আসে। সেটি খুলতেই দেখেন, তিনি ১০ লাখ টাকা পেয়েছেন! খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি ও তার পরিবারের লোকজন। খবরটি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে তার গ্রামে।